ছাদের গল্প

স্বপ্না বন্দ্যোপাধ্যায়


জামাকাপৠœà§‡à¦° সঙ্গে শুকোচ্ছে টিকট্যাক ক্লিপ
স্টিলের বডির সঙ্গে কালো লালের মজবুরি
গরম কার্নিশ শাড়ি মেলেছে আবদারের
জনাব আদর আপনিই বলুন এত গান এত বাষ্প
আপনার ক্ষেত থেকে কী ফসল তোলে ?
উড়ন্ত ডানার কাছে খিল্লি করতে করতে
পা ফসকে পড়া বাতাসের কাছে ভাট করতে করতে
ছাদ দেখে সামনের জানলায় দাঁড়িয়েছে মেঘ
গায়ে তার পুরুষ আদল
নখরায় নখের মেহেন্দি ভাঙাচোরা
অতর্কিতে অবয়ব বেঁকেচুরে যায়
ইট আর গ্রিল পেরিয়ে একটি ফুটন্ত ইচ্ছে
আরেকটিতে অনায়াস মিশে যায়
ছাদ জানে এরপর এমন দুপুরে রোদেরা বৃষ্টি হয়ে নামে
ভিজে যায় এ শহর বেয়াব্রু ঘর
আহ জনাব আপনাকে কচলিয়ে
প্রতি ছাদ প্রতি ক্লিপ কাপড়ের রঙ
প্যারের নমক শিখে গেছে

ফেসবুক মন্তব্য